News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসপাতালে ভর্তি হলেন তৈমূর আলম খন্দকার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:৫২ পিএম হাসপাতালে ভর্তি হলেন তৈমূর আলম খন্দকার

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ঠিকিৎসাধীন রয়েছে। এই অবস্থায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সকলের কাছে দোয়া চেয়েছেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ব্যক্তিগত সহকারী ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তুহিন পারভেজ আলাল বলেন, তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। রবিবার তাকে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Islam's Group