News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৫৪ পিএম জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জু৩ (সোনারগাঁুসিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে দলটি মনোনয়ন দিয়েছে সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা গোলাম মসীহকে। এই হঠাৎ পরিবর্তন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

দলীয় সূত্র জানায়, কৌশলগত বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। গোলাম মসীহের কূটনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক পরিচিতি ও মাঠে গ্রহণযোগ্যতা ভোটে বাড়তি সুবিধা এনে দিতে পারে এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জু৩ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলোও এখানে শক্ত অবস্থান তৈরি করতে চায়। নতুন প্রার্থী দিয়ে ইসলামী আন্দোলন এই আসনে তাদের উপস্থিতি প্রভাবশালী করতে চাইছে বলেও মনে করছেন তারা।

উল্লেখ্য, গোলাম মসীহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ছিলেন এবং একাধিক সময়ে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। প্রায় তিন মাস আগে তিনি নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

Islam's Group