News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

কেন্দ্র পাহারা দিয়ে হাতপাখাকে বিজয়ী করবো : সিরাজী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:২৭ পিএম কেন্দ্র পাহারা দিয়ে হাতপাখাকে বিজয়ী করবো : সিরাজী

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী বলেছেন, আমরা চাই না নারায়ণগঞ্জে কোনো গডফাদার থাকুক। কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

মুফতি ইসমাইল সিরাজী বলেন, বাংলাদেশ কয়েকটি পরিবারের কাছে আমরা জিম্মী আছি বলে মনে করছি। কিন্তু আর কোনো পরিবারতন্ত্র চলবে না। আর কোনো পরিবারের কাছে জিম্মী থাকবো না। ওয়াদা করছি আমৃত্যু আপনাদের সাথে আছি। নারায়ণঞ্জ-৪ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিবো। আগামী ভোটে বিজয় হাতপাখার হবে বিজয় ইসলামের হবে।

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত ধর্ষণমুক্ত লুটতরাজমুক্ত হত্যামুক্ত একটি দেশ চেয়েছিলাম। কিন্তু আফসোসের বিষয় ৫ আগস্টের পর আমরা দেখতে পেলাম আবারও ধর্ষণ জবরদখল চাঁদাবাজি পেশীশক্তি কালো টাকার ভয় দেখানো হচ্ছে। আমরা বাংলাদেশের ইসলামপন্থীরা দেশকে ভালোবাসি। আমরা এদেশকে গড়তে চাই। আমরা চাই না নারায়ণগঞ্জে আর কোনো সন্ত্রাসী থাকুক। কোনো মাদক ব্যবসায়ী থাকুক কোনো কিশোরগ্যং থাকুক।

Islam's Group