নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয়তা ভূমিকায় আলোচনায় আবারো উঠে এসেছেন বর্তমান ও সাবেক নেতাদের নাম। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুলে ভোটে জয়ী করার লক্ষ্যে এবার বঞ্চিত ও সাবেক নেতাদের এক কাতারে রাখতে কাজ করছেন বর্তমান ও সাবেক নেতারা। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ও তফসিল ঘোষণার আগেই মহানগর বিএনপি সক্রিয় নেতাদের এক পতাকাতলে থাকার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বঞ্চিত ও বর্তমান সাবেক নেতাদের সাথে যোগাযোগ বহাল রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী ও তার আস্থাভাজনরা এমনটাই জানা গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপি সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিএনপি প্রাথমিক তারিকায় মাসুদের নাম ঘোষণা দেন। এদের মধ্যে মনোনয়ন বঞ্চিত প্লাটফর্মে একত্রে রয়েছেন আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, আবু জাফর আহম্মেদ বাবুল ও আবুল কাউসার আশা। অন্যদিকে মাসুদুজ্জামান মনোনীত হওয়া পর এক কাতারে রয়েছেন আবু আল ইউসুফ খান টিপু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এবার মহানগর বিএনপিকে সাজিঁয়ে তুলতেন চান বর্তমান ও সাবেক নেতারা। এক নেতার কারণে তিন বছর বেশি সময়ে মহানগর বিএনপি বিভাজনে রয়েছেন। সেই নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের কাছে নালিশ যাচ্ছে দ্রুত সময়ে। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত মহানগর বিএনপি সাখাওয়াত হোসেন খান ও বহিস্কারাদেশ প্রত্যাহারে দলে ফেরত সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালকে দিয়ে পুরানো প্লাটফর্মে করতে চান সেই নেতা বিরোধীরা।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জে ফিরছেন আমেরিকা প্রবাসী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মাঠে নামছেন। বিগত মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামালের পরিচালিত দলকে দেখতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। একক নেতা নিয়ন্ত্রণে নির্বাচন পরিচালনায় অসন্তোষ প্রকাশ রূপ নিয়েছে ইতোমধ্যে। যার কারণে ওই নেতা দাপুটে হ্রাস করতে সাখাওয়াত-কামাল জুটি দেখতে চান তৃণমূল। বিএনপি নেতারা মনে করছেন, সাখাওয়াত হোসেন খানও তফসিল ঘোষণা কিংবা বিএনপির তালিকা চূড়ান্ত করার পর ধানের শীষের প্রার্থীর পক্ষেই আটঘাট বেধে প্রচারণায় নামবে।
উল্লেখ্য, ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রধান এজেন্ট থাকায় এটিএম কামালকে বহিস্কার করা হয়। যার ফলে মহানগর বিএনপি একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর আগে তৎকালীন সভাপতি সাবেক এমপি আবুল কালাম ও সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন সাধারণ সম্পাদক এটিএম কামাল। দীর্ঘ সময়ে পর গত ১৯ নভেম্বর এটিএম কামালের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয় দল।








































আপনার মতামত লিখুন :