নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলেদের ওপর অত্যাচার হয়েছে। অত্যাচারের পরও তিনি দেশ ছেড়ে যাননি। সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। সর্বশেষে কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।পৃথিবীর মধ্যে তার জানাজায় সবচেয়ে বেশি লোক অংশগ্রহণ করেছে। বাংলাদেশের মাটি যত দিন থাকবে, তত দিন খালেদা জিয়া কোটি কোটি মানুষের হৃদয়ে থাকবেন।’
সোমবার (৫ জানুয়ারি) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, ‘কায়েতপাড়া ইউনিয়নের রাস্তাঘাট ভাঙা।নগরপাড়া বালু নদের সেতু হয় না। এগুলো করে দেব। এখানে গ্যাসের বড় সমস্যা। আওয়ামী লীগ আমলে এখানকার লোকজনের কাছ থেকে আওয়ামী লীগের লোকজন গ্যাসের জন্য কোটি কোটি টাকা নিয়েছে।অবৈধ হওয়ায় এ গ্যাসলাইন কেটে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটা ঘরে ঘরে বৈধ গ্যাসলাইনের ব্যবস্থা করে দেব।’
তিনি আরো বলেন, ‘আপনারা গত ১৭ বছর ভোট দিতে পারেননি। ওরা রাতেই ভোট দিয়ে ফেলেছে। এবার সবাই যার যার ভোট দিতে পারবেন।
বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন উদ্দিন বাচ্চু, আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমান, হাজী সেলিম, অ্যাডভোকেট গোলজার হোসেন, মো. মামুন মিয়া, ফরিদ আহম্মেদ, শিপলু জাহান, আওলাদ হোসেন, আক্তার হোসেন, তারেক মিয়া, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, চনপাড়া, পূর্বগ্রাম, বড়ালু ও নাওড়া এলাকার ৫টি স্পটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়।


































আপনার মতামত লিখুন :