News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

গিয়াসউদ্দিন ও শাহ আলমকে বহিস্কার করলো বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৩ পিএম গিয়াসউদ্দিন ও শাহ আলমকে বহিস্কার করলো বিএনপি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়াতে নারায়ণগঞ্জের দুইজনকে বহিস্কার করেছে বিএনপি। তাঁরা হলেন বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ শাহআলম।

৩০ ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শাহআলম নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনড়। যে কোন মূল্যে তিনি নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছিলেন।

অপরদিকে গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ এ দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন। তিনি দুটিতেই নির্বাচন করবেন জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে আসনে বিএনপি কোন প্রার্থী দেয়নি। এ আসনটি জমিয়তকে ছেড়ে দিয়েছে বিএনপি। জমিয়তের প্রার্থী হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি লড়বেন জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে। 

শাহআলম ও গিয়াসউদ্দিন ছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনে অংশ নিবেন জানিয়েছেন মোহাম্মদ আলী।

গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ ছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনে লড়বেন। সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group