অ-১৭ জাতীয় ফুটবলে প্রথম ম্যাচে ড্র করেছে জেলা দল
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল অংশগ্রহণের জন্য বর্তমানে রাজবাড়ি ভেন্যুতে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে শনিবার তারা মাদারীপুরের সাথে ১-১ গোলে ড্র করেছে। দলটির ম্যানেজার হিসেবে নাদিম হাসান মিঠু, হেডকোচ সোহেল রানা ও গোলকিপার কোচ হিসেবে মো. কামাল হোসেন দায়িত্বপালন করছেন।