News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আব্দুল আউয়াল নিয়ে যা বললেন মামুনুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১০:৪৪ পিএম আব্দুল আউয়াল নিয়ে যা বললেন মামুনুল

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল ও ডিআইটি মসজিদের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

রোববার ৪ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকার একটি মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেছেন, হেফাজত ইসলামের নায়েবে আমীর এবং ডিআইটি মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মিম্বর থেকে আলোচনা করেছেন। হয়তো আলোচনার মধ্যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষকে নিয়ে এসেছেন। সেই জায়গায় তাদের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি এই বিষয়ে সকলেরই আরও দায়িত্বশীল হওয়া দরকার। ইমাম এবং খতীব সাহেবগণ অবশ্যই জাতীয় প্রতিটি ইস্যুতে গুরুত্ব দিক নির্দেশনা প্রদান করবেন। দেশের শীর্ষ আলেমগণ ধর্মীয় ইস্যুতে ইমান আকীদার ইস্যুতে কথা বলবেন। তাদের কথা বলার দায়িত্ব রয়েছে। রাজনৈতিক ইস্যু স্পর্শকাতর ইস্যু। সেই স্পর্শকাতর ইস্যু নিয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতার সাথে সমাধান করা উচিত।

মামুনুল হক বলেন, আর কোনো আলেমের বক্তব্য এবং অভিমত ব্যক্ত করার পর উপস্থিত শ্রোতা সাধারণ কারও বিপক্ষে গেলেই মসজিদ মাদ্রাসাগুলোতে অনভিপ্রেত প্রতিক্রিয়া ব্যক্ত করা সমুচিত মনে করি না।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group