মেট্রোরেলে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্তির দাবিতে হরতালের হুশিয়ারী
মেট্রোরেল এমআরটি লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী ও মদনপুরকে যুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করেই আমরা নারায়ণগঞ্জবাসী নামের সামাজিক সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন চাষাঢ়া বাগে জান্নাত এলাকাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।