News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

এবার অ্যাকশনে যাচ্ছে বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৫০ পিএম এবার অ্যাকশনে যাচ্ছে বিএনপি

নারায়ণগঞ্জে ধানের শীষের বিরুদ্ধে সরাসরি প্রার্থী হওয়া নেতারা প্রত্যাহার না করে নিলে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই বেশ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এখন অপেক্ষা করতে হবে প্রত্যাহার পর্যন্ত।

বিএনপির একাধিক নেতা জানান, কেউ কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন ভিন্ন কোন উদ্দেশ্যে। কোন কোন সম্ভাব্য প্রার্থীর ধারণা যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের হয়তো অচিরেই কেন্দ্রে তলব করবে। তারা কেন বিএনপির প্রার্থী চূড়ান্তের পরেও মনোনয়ন জমা দিয়েছেন সে ব্যাখা জানতে চাইবেন। তখন হয়তো আগ্রহীরা সংসদ নির্বাচনের পরে আসা উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভার বিষয়টিও নজরে আনতে চাইবেন।

তবে সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেওয়ার পর যারা স্বআগ্রহে মাঠে নামবেন তাদের পুরস্কৃত করবেন দলটি। আগামীতে কমিটি গঠনে তাদের যথার্থ মূল্যায়ন করা হবে। এছাড়া পরবর্তীতে স্থানীয় সরকারের সবগুলো নির্বাচনেও তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি ও এর সহযোগি সংগঠনের কেন্দ্র পর্যায় থেকেও ইউনিট নেতাদের সে নির্দেশনা দেওয়া হয়েছে ধানের শীষের পক্ষে কাজ করতে। বিষয়টি পর্যবেক্ষণ করতেও সহযোগি সংগঠন বিশেষ নজরদারী রাখছে।

অপরদিকে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা যদি স্ব উদ্যোগে প্রত্যাহার করে না নেন তাহলে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে অচিরেই নোটিশ করা হবে। নোটিশের পরেও যদি নিজেদের সরিয়ে না নেন তাহলে বহিস্কারের মত কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও আসতে পারে।

এ ব্যাপারে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, যারা বিদ্রোহী কিংবা দলের বাইরে অবস্থান নিয়েছেন বিষয়গুলো কেন্দ্রের নজরে আছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে আছেন। তিনি ও দল অবশ্যই ব্যবস্থা নিবেন।

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে জমা দিয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এখানে মনোননয়ন পত্র জমা দিয়েছেন যুবদল নেতা দুলাল হোসেন।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এখানে মনোনয়পত্র জমা দিয়েছেন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত আজহারুল ইসলাম মান্নান। এ আসনে মনোনয়পত্র জমা দিয়েছেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও রেজাউল করিম।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম। এ আসনে মনোনয়পত্র জমা দিয়েছেন শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group