News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

নির্ভার বিএনপির দুই প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১০:৪৪ পিএম নির্ভার বিএনপির দুই প্রার্থী

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে নিশ্চিন্তে নির্বাচনী কার্যক্রম শুরু করতে পেরেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। একটি আসনে শুরু থেকেই মাঠ গুছিয়ে ফেলতে সক্ষম হয়েছেন প্রার্থী। অপর আসনে বিএনপির প্রার্থী নিয়ে নানান নাটকীয়তার পর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। নতুন প্রার্থী আসার পর থেমে গেছে কাঁদা ছোড়াছুঁড়ি। তবে বাকি তিনটি আসনে অবশ্য খুব বেশি স্বস্তিতে নেই বিএনপির প্রার্থীরা।

স্বস্তিতে থাকা দুইটি আসন হচ্ছে নারায়ণগঞ্জ ১ এবং নারায়ণগঞ্জ ৫ এর বিএনপি প্রার্থী। এখানে যথাক্রমে নির্বাচন করছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং সাবেক এমপি আবুল কালাম। দুটি আসনে প্রতিপক্ষ প্রার্থীর অবস্থানের চাইতে বড় বিষয় হচ্ছে, এই দুটি আসনে বিএনপির অভ্যন্তরিণ বিরোধ নেই বললেই চলে।

নারায়ণগঞ্জ ১ আসনে শুরু থেকেই ঘোষণা করা হয় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নাম। এরপরেই মনোনয়ন প্রত্যাশী তালিকায় থাকা বিএনপির প্রবীন নেতা কাজী মনিরুজ্জামানের কাছে গিয়ে তার সমর্থন আদায় করে নেন দিপু। মনিরুজ্জামানের অনুসারীরাও মেনে নেন দিপু ভুঁইয়াকে। অল্পদিনের মধ্যেই সব বোঝাপড়া হয়ে যাওয়ায় কোন বিরোধ দেখা যায়নি এই আসনে। ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে জয়ী করতে মাঠে নেমেছে সর্বস্তরের নেতাকর্মীরা।

অন্যদিকে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির যাত্রা অতটা সহজ ছিলো না শুরু থেকেই। মাসুদুজ্জামান মাসুদকে প্রথমে মনোনয়ন দেয়ার পর এর প্রতিবাদে বিপক্ষে অবস্থান নেয় আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। নানান নাটকীয়তার পর ডিসেম্বরের ২০ তারিখ হঠাৎ সাখাওয়াত দাবী করেন মনোনয়ন তাকে দেয়া হয়েছে। আবার ২৪ ডিসেম্বর দেখা যায় মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি আবুল কালামকে।

এরপরেও অনেকেই অপেক্ষায় ছিলেন মনোনয়নে চূড়ান্ত কে হতে যাচ্ছেন তা দেখতে। ২৯ ডিসেম্বর স্পষ্ট হয়ে যায় এই আসনে আবুল কালামই বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী। তার মনোনয়ন নিশ্চিত হবার পর তার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়নি কাউকে। সাখাওয়াত, বাবুল, মাসুদ, টিপু সবাই তাকে সমর্থন জানিয়েছেন। ফলে বিরোধ আর দেখা যায়নি। সেই সাথে এই আসনে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীও হননি কেউ।

দুই আসনের দুই প্রার্থী নির্ভার থাকলেও স্বস্থিতে নেই বাকি তিন আসনের প্রার্থীরা। নারায়ণগঞ্জ ২ আসনে আজাদের বিরুদ্ধে এখনও সরব বদরুজ্জামান খসরু পরিবারের সদস্য ও অনুসারীরা। নারায়ণগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনও দাঁড়িয়ে আছেন বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন। নারায়ণগঞ্জ ৪ আসনে জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীর বিপক্ষে দাড়িয়েছেন বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী এবং বিএনপির সাবেক নির্বাহী কমীটির সদস্য শাহ আলম।

সব মিলিয়ে তিনটি আসনে লড়াই হবে ত্রিমুখী। আর দুটি আসনে লড়াই হবে দ্বিমুখী। স্পষ্টতই বোঝা যায় দুটি আসনে ভালো অবস্থানে আছে বিএনপি। যেখানে প্রার্থীদের পাশাপাশি নেতাকর্মীরা অনেকটাই নির্ভার। তারা বলছেন, সঠিকভাবে ফিল্ড ওয়ার্ক করে গেলে এই আসনে বিএনপির জয় পাওয়া কঠিন হবে না।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group