News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

শোকের দিনে বহিস্কার, হতবাক বিএনপির নেতাকর্মীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:০৭ পিএম শোকের দিনে বহিস্কার, হতবাক বিএনপির নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন গোটা জাতি শোকাহত তখন নেতাদের বহিস্কারের ঘটনা ঘটেছে। ওই বহিস্কারের তালিকাতে আছেন নারায়ণগঞ্জে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুইজন সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহআলম।

৩০ ডিসেম্বর সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাক্ষরিত বহিস্কারের বিবৃতি দলের মুখপাত্র বিএনপি মিডিয়া সেলে প্রকাশের আগেই বিএনপির অনেক নেতা নিজের ফেসবুকে পোস্ট করেন।

এদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির প্রাণ বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর খবরের পর গোটা নারায়ণগঞ্জ সহ সারাদেশ স্তম্ভিত হয়ে পড়ে। শোকাবহ এক পরিবেশে ছেয়ে যায় পুরো জাতি।

বিএনপিও যখন এ আপোষহীন গণতন্ত্রকামী নেত্রীকে চির বিদায়ের জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে তখন সন্ধ্যায় বহিস্কারের মত ঘোষণা আসে দল থেকে যা দেখে সকলে বিষ্মিত হতবাক।

এ ব্যাপারে শাহআলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোরে খবর প্রকাশের পর থেকেই আমরা মানসিকভাবে বিপর্যস্ত। কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। শোকার্ত এ পরিবেশের মধ্যে বহিস্কারের এ খবর নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। এটা দলের বিষয়।

এদিকে বহিস্কারের খবর প্রকাশের পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই বলেন, শোকের দিনে দলের এ কর্মকান্ডে নেতাকর্মীরা হতবিহবল। তাছাড়া এ বহিস্কার আজকেই অতটা গুরুত্বপূর্ণ কোন ইস্যু না। বরং নারায়ণগঞ্জের রাজনীতিতে বহিস্কারের এ খবর কিছুটা হলেও খালেদা জিয়ার মৃত্যুর খবরকে আড়ালে রাখা হয়েছে। 

শাহআলম নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনড়। যে কোন মূল্যে তিনি নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছিলেন।

অপরদিকে গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ এ দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন। তিনি দুটিতেই নির্বাচন করবেন জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে আসনে বিএনপি কোন প্রার্থী দেয়নি। এ আসনটি জমিয়তকে ছেড়ে দিয়েছে বিএনপি। জমিয়তের প্রার্থী হয়েছেন মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি লড়বেন জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে।

শাহআলম ও গিয়াসউদ্দিন ছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনে অংশ নিবেন জানিয়েছেন মোহাম্মদ আলী।

গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ ছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনে লড়বেন। সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group