আলীরটেক ডিক্রীরচর বক্তাবলী ঘাটে জুলুম
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আউয়ালের ঘাট, ডিক্রীরচর ঘাট ও ফতুল্লার বক্তাবলী ঘাট দিয়ে কয়েক লাখ মানুষ প্রতিদিন ধলেশ্বরী নদী পার হয়ে শহরে আসেন। বিকল্প না থাকায় যুগ যুগ ধরে ট্রলারেই নদী পার হচ্ছেন ধলেশ্বরীর ওপারের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৬টা থেকে সারাদিন যাত্রীদের উপচেপড়া