News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

কোমায় ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১০:৪২ পিএম কোমায় ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি

দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির মনোনীত প্রার্থীরা যখন মাঠে ব্যস্ত, তখন দলের অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জে কার্যত নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে। জেলা ও মহানগর ছাত্রদলের কোনো কার্যকর কমিটি না থাকায় রাজনীতির মাঠে এক সময়ের দুর্দান্ত এই সংগঠনটি এখন যেন নেতৃত্বহীন এক ‘কোমা’ অবস্থায়।

গত বছরের ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করা হয়। সে সময় দ্রুত নতুন নেতৃত্ব ঘোষণার প্রত্যাশা থাকলেও এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। ফলে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

অথচ আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে ছাত্রদলই ছিল বিএনপির রাজপথের প্রধান শক্তি। অবরোধ, হরতাল ও কেন্দ্র ঘোষিত নানা কর্মসূচি নারায়ণগঞ্জে সফল করতে অগ্রভাগে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। মামলা-গ্রেপ্তার, পুলিশি নির্যাতন, এমনকি গুলির মুখেও রাজপথ ছাড়েননি তারা। অনেককে যেতে হয়েছে কারাগারে, অনেকে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করেছেন। সেই ত্যাগী কর্মীরাই এখন দীর্ঘসূত্রতায় হতাশ হয়ে পড়ছেন।

মাঠপর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, যারা দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মূল্যায়ন না হলে সংগঠনের ভেতরে হতাশা আরও গভীর হবে। তাদের দাবি, জনপ্রিয়তা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই আগামী নেতৃত্ব নির্বাচন করা হোক।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, এবার নেতৃত্ব গঠনে আগের চেয়ে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। গত বছরের ১৭ অক্টোবর কেন্দ্র থেকে সজীব মজুমদার, আব্দুল্লাহ আল মাসুদ ও সাইফুল আলম বাদশাকে নারায়ণগঞ্জে উপযুক্ত নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়। তারা মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করবেন, যা বিশ্লেষণ শেষে কেন্দ্রীয় ছাত্রদল চূড়ান্ত কমিটি ঘোষণা করবে।

কেন্দ্রীয় নেতাদের ভাষ্য, অন্ধ আনুগত্যের রাজনীতি নয় এবার গুরুত্ব পাবে মাঠে থাকা, জনগণের সঙ্গে যুক্ত ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য তরুণরা। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে নেতৃত্বে যারা আসবেন, তারা যেন শিক্ষার্থীদের অধিকার, বাস্তব সমস্যা ও ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলনে সক্রিয় থাকেন সে লক্ষ্যেই কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হলেও এক বছরের মধ্যেই তা বাতিল করা হয়। এরপর থেকেই জেলা ও মহানগর ছাত্রদল কার্যত নেতৃত্বশূন্য।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ছাত্রদল। তারা চান, দ্রুত এমন একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি ঘোষণা করা হোক, যেখানে আন্দোলনে থাকা প্রকৃত শিক্ষার্থীরা মূল্যায়িত হবেন। তাদের বিশ্বাস, নামসর্বস্ব রাজনীতির বাইরে এসে শিক্ষার্থী নির্ভর নেতৃত্ব গড়ে তুলতে পারলে ছাত্রদল আবারও নারায়ণগঞ্জে রাজপথের শক্তি হিসেবে ফিরে আসবে।

গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও নারায়ণগঞ্জ ছাত্রদল এখনো পুরোনো স্থবিরতায় আটকে আছে। তাই স্থানীয় পর্যায়ের প্রধান দাবি একটাই আর বিলম্ব নয়, দ্রুত মাঠকর্মী নির্ভর, গ্রহণযোগ্য ও শক্তিশালী ছাত্রদল কমিটি গঠন করা হোক।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group