নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলে বিএনপি মনোনীত সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, খেলাফত মজলিস থেকে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন থেকে মুফতি মাসুম বিল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন।
নির্বাচনী মাঠে নামার পর থেকেই আলোচনায় রয়েছেন মাকুসদ হোসেন। তাকে বিএনপি বিএনপির মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সহ অনেকেই বক্তব্য দিয়েছেন।
এমনকি তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে একাধিক স্থানে বক্তব্য রেখেছেন সাখাওয়াত হোসেন ও টিপু। কিন্তু এর প্রতিত্তরে মাকসুদ হোসেন কোন কথা না বললেও এবার নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মাকসুদ হোসেন। তাকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাকে এবং তার অনুসারীদের বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মাকসুদ হোসেন জানিয়েছেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমার নেতাকর্মী ও লোকজনকে হয়রানি করার চেষ্টা করা হইতেছে। আমাকেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি এই ধরনে মিথ্যা হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলেও তিনি যোগ করেন।

































আপনার মতামত লিখুন :