বন্দরে রস বাগিচা’য় শীতের হারানো ঐতিহ্য
শহরের মানুষের দোরগোড়ায় গ্রামবাংলার শীতের অমৃত স্বাদ পৌঁছে দিতে আবারও হাজির হচ্ছে খেজুর রসের বাগান রস বাগিচা সিজন-২। ইট-পাথরের ব্যস্ত শহরে গ্রামীণ পরিবেশের শীতের সেই স্বাদ পৌঁছে দিতেই আয়োজকদের এবারের স্লোগান “ইট পাথরের শহরে আমরাই, আনবো গ্রামীণ পরিবেশ ও এক গ্লাস টাটকা নিরাপদ খেজুরের রস।”
বন্দরের নবীগঞ্জ