নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বন্ধুদের নিয়ে দহ্যালো গাইছ’ নামে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপের সদস্যরা অপরাধ জগৎ নিয়ন্ত্রন করছে এমন অভিযোগ উঠতে শুরু করেছে।
সম্প্রতি নারায়ণগঞ্জে এক জমি ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে এক কোটি টাকা মুক্তিপণ দাবিকারি একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত শাহীন আহমেদ (৪০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার করিম খা এলাকার আ: রশিদের ছেলে। সে নারায়ণগঞ্জ দেওভোগ পাক্কা রোডে কাইয়ুমের বাসার ভাড়াটিয়া।
গ্রেপ্তারকৃত শাহীন হ্যালো গাইছের সদস্য।
নারায়ণগঞ্জ একটি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শাহীন। জবানবন্দীতে জড়িত থাকা ব্যাক্তিদের নাম প্রকাশ করেছেন । স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়ে।
এর আগে সোমবার দুপুরে শহরের ডি আই টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ব্যক্তি মোঃ দেলোয়ার হোসেন (৪৬) দীর্ঘদিন ধরে জমির ব্যবসার সঙ্গে জড়িত। গত ২৮ ডিসেম্বর সকালে জমির মিউটেশনসহ অন্যান্য কাজে নারায়ণগঞ্জ নতুন কোর্টে আসেন তিনি। একই দিন বিকাল ৫টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রী রাবেয়া বেগমকে ফোন করে জানান বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন চাদমারী এলাকার নতুন কোর্টের প্রধান গেটের সামনে থেকে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে অটোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, অপহরণকারীরা তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে নগদ এক কোটি টাকা দাবি করে। পরে দরকষাকষির একপর্যায়ে ১৫ লাখ টাকায় চুক্তি হলেও এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। অপহরণকারীরা টাকা না দিলে তাকে হত্যা বা গুরুতর ক্ষতি করার হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক অবস্থায় দেলোয়ার হোসেনকে শারীরিকভাবে মারধর করা হচ্ছে এবং তার জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামশ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়ে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুব আলম জানান, অপহরণের ঘটনায় শাহিন নামে একজনকে গ্রেফতার পর বাকিরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পালিয়ে বেশি দিন থাকতে পারবে না । অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে ।






































আপনার মতামত লিখুন :