News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

কালাম ভাই আমাদের সবার অভিভাবক : মাসুদুজ্জামান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৩৩ পিএম কালাম ভাই আমাদের সবার অভিভাবক : মাসুদুজ্জামান

নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

৩ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় বিএনপি আরো দুই প্রার্থী সাখাওয়াত হোসেন খান ও আবু জাফর আহম্মেদ বাবুল বাছাইপূর্বে আবুল কালামকে সমর্থন নিয়ে প্রত্যাহার করার ঘোষণা দেন। যেহেতু বিএনপি একজন মনোনীত করেছেন বিধায় তাদের দুইজনের মনোনয়ন বাতিল করেন রিটানিং অফিসার।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের মনোনয়ন বৈধ হওয়ায় ‘আলহামদুল্লিল্লাহ’ জানিয়েছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি আরও জানান, ‘কালাম ভাই আমাদের সবার অভিভাবক। সবার প্রতি অনুরোধ রইলো জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রার্থী কে বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করতে হবে ইনশাআল্লাহ’।

৩ জানুয়ারি মাসুদুজ্জামান ফেসবুকে এক বার্তা তিনি আবুল কালামের বিজয়ে বার্তা দিয়েছেন নেতা-কর্মীদের। একই সাথে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করার আহবান জানিয়েছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group