News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

অঢেল টাকার মালিক শাহআলম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:০৯ পিএম অঢেল টাকার মালিক শাহআলম

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলমের বিরুদ্ধে মোট ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে তার বাৎসরিক আয় ৬০ লাখ টাকা। তার নিকট নগদ অর্থের পরিমাণ ৫ লাখ ৬৬ হাজার ৬টাকা এবং স্ত্রীর নিকট নগদ অর্থের পরিমাণ ৪৭ লাখ ৯০ হাজার ৩৪৭ টাকা। তার নিজের নামে এক কোটি টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। রয়েছে ৪৪ ভরি স্বর্ণ এবং ১লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি শর্টগান ও রিভলবার। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ ২৭ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৯২২ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৭৩২ টাকা। তার নামে প্রায় ১১ কোটি টাকার মূল্যের ৯১৬ শতাংশ জমি রয়েছে। বিভিন্ন ব্যাংকে তার ঋণের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী শাহ আলমের মোট সম্পদের পরিমাণ ৬২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৭০১ টাকা। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্য দেওয়া হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group