News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:০৯ পিএম আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে সেমিফাইনালে সরকারি তোলারাম কলেজকে ৯ উইকেটে এবং ফাইনালে সরকারি কদম রসুল কলেজকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়। এর আগে নারায়ণগঞ্জ কলেজ ছাত্র ও ছাত্রীরা ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।

নারায়ণগঞ্জ কলেজের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা বিভাগীয় সহকারী কোচ মাকসুদ উল আলম। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক আরিফ মিহির। নারায়ণগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রীরা ফুটবল ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল হক রুমন রেজা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group