News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বিএনপির মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৬:২৮ পিএম রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বিএনপির মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলী

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এফবিসিসিআইয়ের শীর্ষ নেতা ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান আবু হানিফ হৃদয়।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় বলেন, গত জুলাই মাসে মামলা করে নিবন্ধন পেয়েছি। তখনই আমি মোহাম্মদ আলী সাহেবকে দলে যোগ দেয়ার অনুরোধ জানাই। কিন্তু তিনি তার সবশেষ নির্বাচন বিএনপি থেকে করতে চেয়েছিলেন। বিএনপি থেকে নমিনেশন না পাওয়ার পরে তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টিতে যোগ দেন। ইতোমধ্যে তাকে রেজুলেশন করে নির্বাহী চেয়ারম্যান করেছি। এটা নির্বাচন কমিশনকেও অবগত করেছি। আগামীতে কাউন্সিল করে তাকে চেয়ারম্যান বানানো হবে। আমরা সারাদেশে ৭৭টি মনোনয়ন বিক্রি করেছি যার মধ্যে ১৫-২০টি টিকবে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসন গুরুত্বপূর্ণ। আশা করছি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে আপনারা দলমত নির্বিশেষে মোহাম্মদ আলীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাদের ভিশন ২০৫০। 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ বলেন, আমি ইতোপূর্বে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। এবার জোটের কারণে আমি এই আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছি। বিএনপি একটা বড় দল। বিগত দিনে আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করেছি। ফতুল্লা আসনের ৭ টি ইউনিয়নে এমন কোন এলাকা নেই যেখানে আমার কাজ হয়নি। আমি এখান থেকে নির্বাচিত হলে সন্ত্রাস মাদকমুক্তসহ যা প্রয়োজন সব করবো। 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group