News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ইসলামী ছাত্র আন্দোলন শহর শাখা কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৫৮ পিএম ইসলামী ছাত্র আন্দোলন শহর শাখা কমিটি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সম্মেলন রবিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।

শহর শাখার সভাপতি গাজী মুহাম্মাদ তারেক হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইম হোসেন এর সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মুহতারাম সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেন, কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলদের সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে ।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আবুল হাশিম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।

সভাপতির বক্তব্যে গাজী মুহাম্মদ তারেক হাসান বিগত সেশনের কাজ তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান।

সম্মেলন শেষে নগর সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন, সহ-সভাপতি শেখ মুহাম্মদ রুহুল আমীন ও সাধারণ সম্পাদক হিসেবে আলিফ রহমান ফাহাদ এর নাম ঘোষণা করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group