নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশি ও মহানগর বিএনপি নেতা মাসুদুজ্জামানকে দেখা গেছে ১৩ দিনের ব্যবধানে। গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদে তাকে দেখা গিয়েছিলো। রোববার ৪ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া নেতা-কর্মীদের মাঝে দেখা মিলেছে মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি বলেন, ব্যক্তি দিকে নয় দলের দিক তাকিঁয়ে এই পাচঁ আসনে আমাদের সকলের মুরব্বী অভিভাবক আবুল কালাম সাহেবকে দিয়েছেন, ধানের শীষের পক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।
গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছিলেন দলের যোগ দেয়া নব্য সদস্য ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। এরপর প্রায় দেড় মাসের বেশি সময় ধরে তিনি গণসংযোগ করে গত ১৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এতে তার সমর্থক ও মহানগর বিএনপি নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে মাসুদুজ্জামানের প্রতিষ্ঠান ঘেরাও করেন। ১৯ ডিসেম্বর সমর্থকদের চাপে নির্বাচন করার ঘোষনা দিলেও এর আগেই সাবেক এমপি আবুল কালামকে মনোনীত করে রাখেন বিএনপি হাইকমান্ড। প্রায় পাচঁদিন নড়েচড়ে অবস্থায় ২৪ ডিসেম্বর আবুল কালামকে মনোনয়নপত্র তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটার ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।
২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা শেষ তারিখ নির্ধারণ করা হলেও ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন আবুল কালাম। এ সময় তার সাথে মহানগর বিএনপির কয়েকজন থাকলেও হেভিওয়েট নেতাদের পাশে দেখা যায়নি। পরদিন মাসুদুজ্জামান মাসুদ স্বতন্ত্র বা বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া দিনব্যাপী আলোচনা ও গুঞ্জন উঠলে বিকাল পাঁচটা তিনি জমা দেয়নি। এতে করে দেড় মাসে মহানগর বিএনপি ও সমর্থকদের নিয়ে গড়ে উঠা মাসুদুজ্জামান দ্রুত সময়ে আবুল কালামের ধানের শীষের ভোট চেয়ে মাঠে নামছেন এমন বার্তা উঠে।
সেই বার্তা আলোতে ৩ জানুয়ারি ফেসবুকে মাসুদুজ্জামান মাসুদ এক কমেন্টে লিখেন, ‘আলহামদুল্লিল্লাহ’ কালাম ভাই আমাদের সবার অভিভাবক। সবার প্রতি অনুরোধ রইলো জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রার্থী কে বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করতে হবে ইনশাআল্লাহ।
মাসুদুজ্জামান মাসুদের এমন বার্তাকে সাধুবাদ জানিয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও এখন আবুল কালামকে জয়ী করে তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার ঘোষনা দিচ্ছেন। গতকাল ৪ জানুয়ারি বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রূহের আত্মার মাগফিরাত কামনা করে মাসুদুজ্জামান মাসুদের আয়োজনে বিশাল দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ বর্তমান ও সাবেক নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।


































আপনার মতামত লিখুন :