News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

৩০০ শয্যা হাসপাতাল পরিস্কার, মশক নিধন ও ডেঙ্গু কিট প্রদান বাবুলের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৫৬ পিএম ৩০০ শয্যা হাসপাতাল পরিস্কার, মশক নিধন ও ডেঙ্গু কিট প্রদান বাবুলের

২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিস্কার, মশক নিধন ও ডেঙ্গু কিট প্রদান করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

হাসপাতালে পৌঁছলে ফুল দিয়ে তাকে স্বাগত জানান হাসপাতালের সুপার ডা. আবুল বাশার।

উপস্থিত ছিলেন, শিশু কনসালটেন্ট ডা. আমির উল মুলক, ডা. রাশেদুজ্জামান, মেডিকেল অফিসার ডা. পঙ্কজ কুমার সাহা, এথেমিয়া কনসালটেন্ট ডা. রাশেদুর রহমান প্রমুখ।
মেডিকেল অফিসার (সার্জারি) ডাক্তার সালেহ হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা ফকরুল ইসলাম মজনু ও মজিবুর রহমান।

হাসপাতালের সুপার ডাক্তার আবুল বাশার প্রথমে এ উদ্যোগের জন্য আবু জাফর আহমেদ বাবুলকে ধন্যবাদ জানান।
হাসপাতালের বিভিন্ন সংকটের বিষয় উপস্থাপন করে তিনি জানান, হাসপাতালে মাত্র ২ জন পরিচ্ছন্ন কর্মী থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো কষ্টকর হয়ে পরে।

আবু জাফর বাবুলের কাছে দু'জন পরিচ্ছন্ন কর্মীর জন্য আবদার করেন, এবং হাসপাতালটিকে মেডিকেল কলেজে হাসপাতালে রূপান্তরিত করার জন্য সহযোগিতা কামনা করেন।

জবাবে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আপনি দু'জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেন আমি তাদের বেতন দিয়ে দেব। আমি যত দ্রুত সম্ভব খানপুর হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার চেষ্টা করবো। আমি আপনাদের ভোটে যদি এমপি হই তাহলে এই হাসপাতালটি নারায়ণগঞ্জের সর্বপ্রথম মেডিকেল কলেজ হবে বলে আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার কিট প্রয়োজনে আরো সরবরাহ করা হবে।

অনুষ্ঠানের শেষাংশে তিনি হাসপাতালের উত্তর দিকের নার্সিং ইনস্টিটিউট ভবনে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য মোটর এর ব্যবস্থা করেন। নিজস্ব পরিচ্ছন্ন কর্মী দিয়ে হাসপাতালের জমে থাকা ময়লা, আবর্জনা, ধুলোবালি ঝাড়ুদার ও কর্মী দিয়ে পরিষ্কার এবং ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করেন।

অনুষ্ঠান শেষে তিনি নিজে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Islam's Group