News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মনোনয়ন আলোচনা হয়নি, বিরোধ নিষ্পত্তি ঐক্যের তাগিদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৩২ পিএম মনোনয়ন আলোচনা হয়নি, বিরোধ নিষ্পত্তি ঐক্যের তাগিদ

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিবাদমান গ্রুপকে ডেকে ঐক্যের তাগিদ দিচ্ছেন হাই কমান্ড। আসনভিত্তিক নেতাদের ডেকে নিয়ে ওই তাগিদ দেওয়া হচ্ছে। সেখানে স্পষ্টভাষায় বলে দেওয়া হচ্ছে, নির্বাচনের আগে আর যেন কোনভাবে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া না হয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। এ আহবানের সঙ্গে মনোনয়নের কোন ধরনের সংকেত বা সম্ভাবনা নাই।

২০ অক্টোবর গুলশানে নারায়ণগঞ্জের কয়েকটি আসনের নেতাদের তলব করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যদিও গুলশানে এদিন গিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারো পক্ষে সবুজ সংকেত কিংবা মনোনয়ন দেওয়ার বিষয়ে পোস্ট হচ্ছে।

তলবে যাওয়া একাধিক নেতা জানান, মূলত আজকে কোন ধরনের মনোনয়ন নিয়ে কথা হয়নি। মূল কথা হয়েছে আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এসব ষড়যন্ত্র রুখতে এখন থেকে ঐক্যের বিকল্প নাই।

গত কয়েকদিন ধরেই মাসদুজ্জামানের পক্ষে ও বিপক্ষ মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সহ কয়েকজন নেতিবাচক মন্তব্য করছেন। নির্বাচনের আগে এসব মন্তব্য পরিহারের তাগিদ দেওয়া হয়।

Islam's Group