News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

তিন হাসপাতালে ছাড় পাবেন নারায়ণগঞ্জ চেম্বারের সদস্যরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:৪৩ পিএম তিন হাসপাতালে ছাড় পাবেন নারায়ণগঞ্জ চেম্বারের সদস্যরা

সোমবার ২০ অক্টোবর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিঃ, সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ নবজাতক হাসপাতাল এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্যায়ে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ ও সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালের সাথে মতবিনিময় সভায় চেম্বারের প্রস্তাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সকল সদস্য, সদস্যগনের স্বামী/স্ত্রী, পিতা-মাতা ও নির্ভরশীল সন্তানগণ এবং এর আওতাধীন সকল অফিস ও কারখানায় কর্মরত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীগণকে তাদের হাসপাতালের বিভিন্ন সার্ভিসের ওপর বিভিন্ন হারে ডিসকাউন্ট বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক পত্রে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল) ও সহ-সভাপতি মোহাম্মদ আবুজাফর স্বাক্ষর করেন এবং প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ মোঃ জিয়াউদ্দিন অপু, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রবির রঞ্জন বিশ্বাস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালের সাথে সমঝোতা স্মারকে সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল এর পক্ষে চেয়ারম্যান দেবদাস সাহা, পরিচালক নাছির হায়দার চৌধুরী স্বাক্ষর করেন।  

এর পর দুপুরে বাংলাদেশ নবজাতক হাসপাতালের সাথে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতা স্মারকে বাংলাদেশ নবজাতক হাসপাতালের পক্ষে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা ও চীফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ মজিবুর রহমান মুজিব স্বাক্ষর করেন।

প্রো-এ্যাকটিভ : প্যাথলজি ৩০%, রেডিওলজি এবং ইজেজিং ২০%, বিছানা ভাড়া ২০%, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ এবং পিআইসিইউ (প্যাকেজ রেট) ২০%, দাতের চিকিৎসা সেবা ১০%, অডিওমেট্টি ৫৮%, পালমোনারি ফাংশন টেস্ট ২৫%, ভিজ্যুয়াল এক্যুইটি ও কালার ভিশন টেস্ট ২০%, স্পুটাম এএফবি/টিউবারকুলিন টেস্ট ৩০%, ডোপ টেস্ট ১৫ %, ফিজিওথেরাপি ১৫%।

 

সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল : চোখ দেখানো ১০০ টাকা, চোখ পরিক্ষা ৫০ টাকা, এসপিটি টেষ্ট ২০০ টাকা, এনসিটি টেস্ট ২৫০ টাকা, এসআইসিএস- পদ্বতিতে অপারেশন ও লেন্স সংযোজন ২৫০০ টাকা, পিএইচএসিও- পদ্বতিতে অপারেশন ও লেন্স সংযোজন ১৫০০০ টাকা, ডিসিআর- অপারেশন ৩০০০ টাকা, পি টি ই আর ওয়াই জি আই ইউ এম- অপারেশন ২৫০০ টাকা। (ল্যান্স এর মূল্যের কারনে কিছুটা কম বেশি হতে পারে) 

বাংলাদেশ নবজাতক হাসপাতাল : মলিকুলার ল্যাব টেস্ট (এইচবিভি ডিএনএ, এইচসিভি আরএনএ, এইচএলবিএবি-২৭) এর উপর ১৫% হারে, অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষাভেদে ২৫% থেকে ৩০% হারে, রেডিওলজী ও ইমেজিং তথা, এক্স-রে আলট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার ২৫% হারে ও ভর্তি রোগীদের ক্ষেত্রে বেড সাইড প্রসিডিউর-এর ওপর ৩০% হারে বিশেষ ডিসকাউন্ট ইত্যাদি।

উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ এর সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক, সোহেল আক্তার, আব্দুল্লা আল-মামুন, মাহবুবুর রহমান স্বপন, গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, আহ্মেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, প্রো-এ্যাকটিভ মেলিকেল কলেজ এন্ড হাসপাতাল লিঃ এর সিইও বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালক নাছির হায়দার চৌধুরী এবং বাংলাদেশ নবজাতক হাসপাতাল এর চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা ও চীফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ মজিবুর রহমান মুজিব উপস্থিত ছিলেন।

Islam's Group