নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মাঝে তর্ক যুদ্ধে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এ বিষয় নিয়ে জেলার নেতারা কোন কথা না বললেও এবার মুখ খুলেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকুসুল ইসলাম রাজিব।
শুক্রবার ১৭ অক্টোবর ফতুল্লা ইউনিয়ন তিনটি ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।
রাজিব বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে অনেক যোগ্যতা সম্পন্ন নেতা রয়েছে। দীর্ঘদিনের অনেকের অন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। অনেকের ব্যবসায়ীভাবে প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে। রাজনীতি যেহেতু মানুষের স্বার্থে, আপনারা যেহেতু রাজনীতি করেন অতএব মানুষের মনোভাবের প্রতি আপনাদের শ্রদ্ধাশীল হতে হবে। মানুষ কোনটাকে ভালোভাবে গ্রহণ করছেন বা কোনটাকে গ্রহণ করছে না সেটা উপলদ্ধি করার সক্ষমতা আমার মনে হয় যারা দায়িত্বশীল পর্যায় রয়েছেন তারা সবাই অবগত আছেন। যে ধরনের বক্তব্য বা উদ্বৃত্তি দিয়ে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দলকেও ক্ষতিগ্রস্ত করছেন। এই উপলদ্ধিতা হয়তো সবার হয়েছে। আমি মনে করি সামনে থেকে হয়তো এ রকম কাদা ছোড়াছুড়ি বিএনপিতে হবে না বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই তারা অনুধাবন করতে পেরেছেন এটা উনারদের ব্যক্তিগত ক্ষতির থেকে দলের ক্ষতি হচ্ছে বেশি। বিএনপির প্রতি মানুষের যে আস্থা, যে বিশ্বাস, যে ভালবাসা রয়েছে সেটা ক্ষুন্ন করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। এটা মনে হয় উনারা উপলদ্ধি করেছেন। আমরা মনে হয় না সামনে আর এমন কিছু হবে। নারায়ণগঞ্জের মানুষ সামনের দিনগুলো বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবেই দেখবে ইনশাল্লাহ।
গণসংযোগে তিনি প্রতিটি দোকানপাট এবং বাসা বাড়িতে সাধারণ ভোটাদের সাথে কথা বলেন, তারেক রহমানের ৩১ দফায় আসলে নারীদের জন্য কি কি উদ্যোগ নেয়া হবে, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশকে কিভাবে গড়তে চান সেই পরিকল্পনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে ৩১ দফা গুলো মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :