News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বন্দরে যুবলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১০:১৪ পিএম বন্দরে যুবলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

বন্দরে অভিযানে বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ নেতা রমজান বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। ধৃতকে শনিবার ১৮ অক্টোবর দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার ১৭ অক্টোবর রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়িস্থ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা ও মামলার তথ্যসূত্রে জানা গেছে, মামলার বাদী মাওলানা মো. হাছান মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। গত ১৮ জুলাই বিকেল ৩টায় মামলার বাদী বন্দর বাসস্ট্যান্ড হইতে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে আসার পথে শাহীমসজিদ পল্লী বিদ্যুৎত অফিসের মোড়ে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের দোসররা মাওলানা হাছান মাহমুদকে হত্যা উদ্দেশ্য অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হাছান মাহমুদের উপর সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততা থাকার অপরাধে যুবলীগ নেতা রমজানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ শাসন আমলে ধৃত যুবলীগ নেতা রমজানের বিরুদ্ধে জমি দখল, জমি দালালি, অবৈধ গ্যাস সংযোগের গুরুত্বর অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এ যুবলীগ নেতা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম মাধ্যমে রাতা রাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।

Islam's Group