News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

বন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে নারীদের জুতা ও ঝাড়ু মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:২৫ পিএম বন্দরে বিএনপি নেতার বিরুদ্ধে নারীদের জুতা ও ঝাড়ু মিছিল

বন্দরের মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করে বিচার দাবি করেছে এলাকার শত শত নারী পুরুষেরা।

বিএনপির ওই নেতার নাম তাওলাদ হোসেন। তিনি নিজেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে থাকেন।

বুধবার ২১ অক্টোবর সকালে মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে লাঙ্গলবন্দ ব্রিজের কাছে গিয়ে শেষ করে। মিছিল শেষে তাওলাদ হোসেনের ছবি সংবলিত ব্যানারে আগুন ধরিয়ে দিয়ে রাস্তায় বিক্ষোভ দেখায়। মানববন্ধন চলাকালীন সময় বিক্ষুব্ধ নারীরা তাওলাদ হোসেন এর ছবি জুতার মালা পড়িয়ে ঝাড়ু পেটা করে।

মানববন্ধন থেকে বিক্ষুব্ধ নারীরা বলেন, তাওলাদ হোসেন একজন দুঃচরিত্রের লোক। সে একই সাথে ইয়াবা সেবনকারী ও ইয়াবা ব্যবসায়ী। সেই সাথে সে গার্মেন্টে কাজ করা নারী শ্রমিকেরা যখন ছুটি শেষে বাসায় আসে তখন তাওলাদ হোসেন বিভিন্ন সময় নারী শ্রমিকদের আটকে শীলতাহানী করে থাকে। অনেককেই সে ধর্ষণও করেছে। আমরা এতোদিন ভয়ে কেউ কিছু বলতে পারি নাই।  সে আমাদেরকে ইয়াবা দিয়ে বাড়িতে রেখে বিক্রি করার জন্য চাপ দেয়। আমরা রাজি না হলে আমাদের স্বামী সন্তানদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে। আমরা এই তাওলাদ হোসেনের বিচার চাই। বিএনপির নাম ভাঙিয়ে সে লাঙ্গলবন্দ এলাকায় এসব করে বেড়াচ্ছে।

মুছাপুর ইউনিয়নের ৪, ৫, ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য লাভলী আক্তার বলেন, আমি কোন দলের রাজনীতি করিনা। আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত নারী মেম্বার। জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে আমার সবার কাছে সব দলের লোকের কাছে যেতে হয়। এমপি ডাকলে যেতে হয়, চেয়ারম্যান ডাকলে যেতে হয়, বিএনপি নেতারা ডাকলেও যেতে হয়। কিন্তু এই তাওলাদ হোসেন বিগত সময় জাতীয় পার্টির নাম ভাঙিয়ে মানুষের উপর অত্যাচার করেছে। বর্তমানে সে বিএনপির নাম ভাঙিয়ে মানুষের উপর অত্যাচার, মাদক ব্যবসায়, নারীদের ধর্ষণের মত অপরাধ করে চলেছে। আমাকে এবং আমার পরিবারের লোকজনদের মামলার ভয় দেখিয়ে বাণিজ্য করছে। সে একজন মাদক সেবী পাশাপাশি সে মাদকের ব্যবসাও এলাকার। মানুষ সকল মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। আমরা বিএনপির নেতা, সাখাওয়াত ভাই, টিপু, আশা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই তাওলাদ হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।

মানববন্ধনে শতাধিক নারী সহ অসংখ্য এলাকাবাসী উপস্থিত থেকে তাওলাদ হোসেনে অপকর্মের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে লাঙ্গলবন্দ ব্রিজের কাছে গিয়ে সড়ক অবরোধ করে তাওলাদ হোসেনের ছবি সংবলিত ব্যানারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

Islam's Group