News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সাইবার বুলিংয়ের শিকার জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:৫৩ পিএম সাইবার বুলিংয়ের শিকার জাকির খান

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। আনোয়ার টিভি, নিউজ-৪২০, ঝামেলা টিভি, জানিনা টিভি, রোষ্ট নিউজসহ আরো ৮ থেকে ১০ টি পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে।

জাকির খানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে তার মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে ওই পেইজগুলো থেকে এখনো ধারাবাহিকভাবে বাজে শব্দে তৈরি ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করা হচ্ছে।

জানা গেছে, গত মাসে জাকির খান তার অনুসারীদের সঙ্গে বিশাল গাড়ি বহর নিয়ে চাঁদপুরে এক প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ঘুরতে যান। এর আগে রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় তার একটি ভিডিও ধারণ করে সেটি নিজের ফেইসবুক একাউন্টে শেয়ার করেন লিমন আল কাদরী নামে তার এক সহযোগী। সেই ভিডিও মুহূর্তে সারাদেশে ভাইরাল হয়ে যায়। এবং সেটি নিয়েই সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার হতে হয় জাকির খানকে। এই ঘটনার পর তিনি তার ফেইসবুক পেইজ থেকে জানান, এখন থেকে তার কোনো ছবি বা ভিডিও কোথাও ব্যবহার করার আগে অনুমতি নিতে হবে।

এর আগে যেদিন তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে ছাদখোলা গাড়িতে চড়ে শহরে প্রবেশ করেন। তখন সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাকির খান। তার সেই বক্তব্য এডিট করে বিভিন্ন ভুয়া পেইজ থেকেও ছড়িয়ে দেয়া হয়। মূলত এই ধরনের কর্মকান্ড সাইবার ক্রাইমের মধ্যে পড়লেও সারাদেশেই রাজনীতিবিদ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পরিচিত মুখ তাদের নিয়ে এমন বুলিং অনেক আগে থেকেই চলছে।

Islam's Group