ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প ও এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্প নিয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জের রাজনীতিবিদরা সহ বিভিন্ন অংশীজনেরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে মুহাম্মদ ফাওজুল কবির খানের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি মোহাম্মদ আবু জাফর, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বী, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী।
এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প ও এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্প নিয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাৎ করেছি। আমরা উপদেষ্টার সাথে ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে নারায়ণগঞ্জ এমআরটি-২ (মেট্টোরেল) প্রকল্পের সাথে যুক্ত করার প্রসঙ্গে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, উপদেষ্টা আমাদের সামনেই সচিবকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সমন্বয়ে চিঠি দেয়ার কথা বলা হয়। পাশাপাশি আগামী সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে সমন্বয় করে মন্ত্রণালয়ে যাওয়ার কথা বলা হয়। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কি পদক্ষেপ নেয়া যায় সে সকল বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :