বুধবার ১৫ অক্টোবর দুপুর ১২টায় কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী মো. শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো. নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম কাদির এর নেতৃত্বে কুতুবপুরের সর্বস্তরের জনগণের পক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. নাছির উদ্দিন প্রধান, মো. জাহের মোল্লা, গোলাম কাদির, এড. সুমন মন্ডল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, এড. ফাহিম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদ, দ্বীন ইসলাম দিলু, মো. রাসেল, মো. জাকির হোসেন মাসুদ, সাইদ রেজা সুমন, দুলাল ভ‚ঁইয়া, সেলিম মোল্লা, মো. রনি, মো. রৌনক, আনোয়ার হোসেন রিপন, রবিন খাঁন, সোহেল শেখ প্রমূখ নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ অত্র জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। ইউনিয়নটির আয়তন ৩৬৪৭ একর। বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। ইউনিয়নের মোট ভ‚মির প্রায় ৩ ভাগের অংশের অনেক কম অকৃষি ভ‚মি রয়েছে। প্রতি বর্গকিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ৬৯৯৭ জন এবং সকল পেশাজীবি মানুষদের মধ্যে ৪ ভাগের ৩ অংশের অনেক বেশি মানুষ অকৃষি পেশায় নিয়োজিত। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে অত্র ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রী কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, গীর্জা, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, নৌ-বাহিনী ঘাটি, সেনাক্যাম্প, সরকারী- বেসরকারী অফিস, পার্ক, আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি।
কুতুবপুরের শিক্ষার হার ৬৫ ভাগ (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী), সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ০৯টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ০৪টি,মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৫টি, ডিগ্রী কলেজ ১টি,হাজী মিসির আলী ডিগ্রী কলেজ,মাদ্রাসার সংখ্যা উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী সমমানের ২টি এবং সাধারণ মাদ্রাসা ১৮টি মোট ২০টি,কিন্ডার গার্টেনের সংখ্যা ৩৩টি,ঐতিহাসিক পর্যটন স্থান ২টি,গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ৪টি,রেলওয়ে স্টেশন ০১টি, সিনেমা হল ০২টি।
স্বয়ংসম্পূর্ণ কুতুবপুর ইউনিয়ন পরিষদকে অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার আহবান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ৬ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখিত কুতুবপুর ইউনিয়নের আংশিক ভ‚মি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার প্রস্তাবে কুতুবপুরের জনগণ অসন্তুষ্ট। কারণ ১টি ইউনিয়ন পরিষদকে ১টি পৌরসভায় উন্নতি করার জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ০৩ ধারা অনুযায়ী যে যে মানদন্ড থাকার প্রয়োজনীয়তা রয়েছে তা আমাদের কুতুবপুর ইউনিয়ন বহু বছর পূর্বেই পূর্ণ করতে সক্ষম হয়েছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জেলা প্রশাসক যদি পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত না করেন তাহলে কুতুবপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং যে পরিস্থিতি সৃষ্টি হবে সে জন্য জেলা প্রশাসক মহোদয় দায়ী থাকিবেন।
আপনার মতামত লিখুন :