নারায়ণগঞ্জ সদর থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন সহ বাকি আসামিরা।
বুধবার (১৫ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ আদালত এ রায় দেন।
মামলার বিষয় আসামি পক্ষের আইনজীবি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। শুধু তাই নয় এই মিথ্যা মামলায় আসামিদের কারাগারে প্রেরন করা হয়েছিলো। বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন। আজকে অতিরিক্ত দায়রাজজ আদালতের বিজ্ঞ জজ সাহেব যুক্তি তর্কের পর এই রায় দেন।
আপনার মতামত লিখুন :