বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা এর ৩১ তম দফা বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ রক্ষা কার্যক্রম চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা-কাঞ্চন রোডের ফ্লাইওভারের পাশের ময়লা আবর্জনা অপসারণের মাধ্যমে তারেক রহমানের উত্থাপিত ৩১তম দফা বাস্তবায়নে ভূমিকা রাখেন তিনি।
এসময় শরীফ আহমেদ টুটুল নিজে অবর্জনার স্তুপে বেকু চালিয়ে ময়লাগুলো ডাম্পিং ট্রাকের মাধ্যমে অপসারণ করেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
শরীফ আহমেদ টুটুল বলেন, 'আমাদের দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার এই কার্যক্রম। তারেক রহমান রাষ্ট্র মেরামতে যেই ৩১টি দফা উত্থাপন করেছেন, তার মধ্যে পরিবেশ রক্ষা কার্যক্রমটি ৩১ তম দফার মধ্যে রয়েছে। সেই লক্ষ্যে এই দফা বাস্তবায়ন এবং মানুষের মাঝে উৎসাহ তৈরি ও সচেতনতা বৃদ্ধির জন্য আমি নিজেই বেকু চালিয়ে ময়লা আবর্জনা অপসারণ করেছি। এই কার্যক্রমের পর এটিকে ভিন্ন ধর্মী ও অন্যান্যদের জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দ। আসলে আমি মনে করি, সকলে সচেতন হলে আমাদের এলাকা ও সমাজ পরিচ্ছন্ন থাকবে।'
আপনার মতামত লিখুন :