News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

চাষাঢ়ায় চাঁদাবাজি ও হেনস্থার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৯:৫৬ পিএম চাষাঢ়ায় চাঁদাবাজি ও হেনস্থার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হেনস্থার অভিযোগ উঠেছে কথিত লিজগ্রহীতা মিসেস উম্মে সালমা মুন্নীর বিরুদ্ধে। 

রবিবার (১২ অক্টোবর) এ নিয়ে ভুক্তভোগী একাধিক দোকান মালিক জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং ব্যবসা পরিচালনায় সহায়তা চেয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চাষাঢ়া মৌজার এসএ খতিয়ান-০৬ এর দাগ নং ২৯, ৩০ ও ৩৪ এর জমিতে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তি নিজ নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।

তাদের দাবি, ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত উক্ত জমি জেলা পরিষদ কর্তৃক মিসেস উম্মে সালমা মুন্নীর নামে লিজ থাকলেও বর্তমানে তা বাতিল হয়েছে এবং এ বিষয়ে কাউকে ভাড়া না দিতে জেলা পরিষদ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, মিসেস উম্মে সালমা মুন্নি নিজেকে এখনো লিজগ্রহীতা দাবি করে দোকান মালিকদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায়ের চেষ্টা চালাচ্ছেন। 

অভিযোগকারীরা জানিয়েছেন, ভাড়া না দিলে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি এমনকি অগ্রিমের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা আরও অভিযোগ করেছেন, উম্মে সালমা মুন্নি নিজেকে লেডি ডন হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং স্বৈরাচারী দল আওয়ামীলীগের কুখ্যাত সন্ত্রাসী মাকসুদের স্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানের ছত্রছায়ায় বিনা লীজে এই জায়গা ভোগ দখল করে আসছে অনেক বছর ধরে। 

অভিযোগে উল্লেখ করা হয়, এ অবস্থায় দোকান মালিকরা ব্যবসা পরিচালনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

দোকান মালিকরা জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বলে জানান দোকান মালিকরা। তারা কথিত লিজগ্রহীতার হুমকি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রত্যেক ব্যবসায়ীকে নিজ নিজ দোকানের জমি নিজ নামে লিজ প্রদানের সুযোগ তৈরি করাসহ শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা চান।

Islam's Group