News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বন্দরে বাবুল সমর্থনে গণসংযোগে বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:১৬ পিএম বন্দরে বাবুল সমর্থনে গণসংযোগে বিএনপি

ধানের শীষের ভোট চেয়ে সারাদিনব্যাপী বন্দরে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা কমীর্রা। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের সমর্থনে বন্দরের ২২ ও ২৩নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ করেন। ১৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মহানগর ও বন্দর থানা বিএনপি নেতাকর্মীরা বাবুলের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। 

সাধারণ ভোটাররা বাবুলের সমর্থনে গণসংযোগটি সাধুবাদ জানায়। এ সময় এলাকার নারী পুরুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চান গণসংযোগকারীরা। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে দলের পক্ষে সমর্থন কামনা করেন বাবুলের পক্ষে প্রচারণাকারীরা।

নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুলের নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন গত সপ্তাহজুড়ে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ ও প্রাইম গ্রুপের পরিচালক জহির আহম্মেদ সোহেলের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নেতাকর্মীদের পক্ষে তিনি জানান, নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচনী এরাকায় উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও আধুনিক সুযোগ-সুবিধায় পিছিয়ে নেই, তবে সম্ভাবনা অনেক বেশি। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তবে এই আসনকে আমরা আদর্শ আসনের রূপ দিতে পারবো আমি প্রতিশ্রম্নতি দিচ্ছি এই এলাকার রাস্তা, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো। শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবো। তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবো। মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো। আমার একটাই বিশ্বাসÍজনগণের সমর্থনই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আর সমর্থন নিয়ে যদি আমি সুযোগ পাই, তাহলে এই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি উন্নত, সুশাসিত ও গণতান্ত্রিক আসন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আবু জাফর আহম্মেদ বাবুল দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন। বাবুলের পক্ষে গণসংযোগ করতে পেরে আনন্দ ও গর্ব অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সব সময় বিশ্বাস করি জনগণই হলো শক্তির মূল উৎস, জনগণই হলো পরিবর্তনের কারিগর। আমার রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহারনগর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছি। সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি, আজও সেই অঙ্গীকার নিয়ে বাবুলের পক্ষ নিয়ে আমরা সামনে এসেছি।

Islam's Group