র্যাব সদস্যদের হামলা চালিয়ে সহযোগীরা ছিনিয়ে নেওয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সেই ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সুনামগঞ্জ জেলা হতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, শীর্ষ ডাকাত সর্দারকে আমাদের টিম সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার ছয় সহযোগীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর রাতে ৯ টায় সিদ্ধিরগঞ্জের ত্রাস খ্যাতো শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতারের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪নং ওয়ার্ডস্থ বৌ-বাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র্যাবের একটি অভিযানিক টিম। অভিযানে এক ডজনেরও বেশি মামলার আসামি ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে তার একটি সংঘবদ্ধ সহযোগী গ্রুপ র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ওইদিন সন্ত্রাসীদের হামলায় তিনজন র্যাব কর্মকর্তাসহ মোট ৪ জন আহত হোন।
আপনার মতামত লিখুন :