নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে যুবদল নেতার বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা পরে। সংঘর্ষে আহত হওয়া ব্যক্তি বৃহস্পতিবার ১৬ অক্টোবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত ব্যক্তির নাম আব্দুল বাতেন মিয়া(৬৮) ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার পিতা। তিনি মাছের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা একাধিক সূত্র জানায়, সাতগ্রাম ইউনিয়র যুবদলের সভাপতি রেজাউল করিম ছোট ভাই হাসিবুল হক হাসান গত ৩ অক্টোবর জুমার নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মসজিদে বক্তব্য রাখেন। এর পরপরই হাসান গ্রুপ ও শাহজাহানের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এই ঘটনা এবং এলাকার আধিপত্য নিয়ে রেজাউল করিমের সাথে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল। এই নিয়ে বুধবার রাত ৮টায় গ্রামের ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে এই নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজন প্রথমে কথাকাটা হয়।
পরে রেজাইল করিম, তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের উপর হামলা করে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাতেনসহ ১০ জন আহত হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় মারা যান।
নিহত বাতেনের ছেলে শাহজাহান বলেন, কোন কোন কারণ ছাড়াই করিমের লোকজন আমাদের উপর হামলা করে। এতে আমার বাবা মারা যান। আমরা এই ঘটনার বিচার চাই। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :