ফতুল্লা থানার জনবহুল এলাকা কুতুবপুর ইউনিয়নকে পুরোপুরি ভাবে সিটিতে অন্তভুর্ক্ত করতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বরাবর জামায়াতের স্মারকলিপি প্রদান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, অধ্যক্ষ জাহিদুল ইসলাম সহ কুতুবপুর এলাকার জামায়াত নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, সিটিতে অন্তর্ভুক্ত হওয়া এটা কুতুবপুর বাসীর বহুদিনের আকাঙ্ক্ষা,এতোদিন স্বৈরাচারী সরকারের দলীয় ক্যাডাররা বাধা প্রদান করে রেখেছিল। এখন তো কোন সমস্যা থাকার কথা না, তাহলে কুতুবপুর পুরোপুরি হবেনা কেন?
মাওলানা আবদুল জব্বার বলেন, যেহেতু ফতুল্লা থানার গোগনগর, কাশীপুর, ফতুল্লা ইউনিয়নকে সিটিতে অন্তভুর্ক্ত করার কথা এসেছে তাহলে ঢাকার পার্শ্ববর্তী এরিয়া কুতুবপুর কেন নয়? কুতুবপুরকে অন্তর্ভুক্ত করে সিটির সমস্ত সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বক্তাবলী আলীরটেকের এজন্য সেতু নির্মাণ করতে হবে।
আপনার মতামত লিখুন :