News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

কুতুবপুরকে সম্পূর্ণ নাসিকে অন্তর্ভুক্তির দাবি বাসদের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৯:৩০ পিএম কুতুবপুরকে সম্পূর্ণ নাসিকে অন্তর্ভুক্তির দাবি বাসদের

আজ সংবাদপত্রে দেয়া বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফতুল্লা থানা কমিটির আহবায়ক এম এ মিল্টন এবং সদস্য সচিব এস এম কাদির এক যৌথ বিবৃতিতে বলেন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য এলাকাবাসী বিভিন্ন সময় সভা সমাবেশ করে আসছেন। গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার স¤প্রসারণ সম্পর্কিত একটি স্মারক প্রদান করেন। সেখানে কুতুবপুর ইউনিয়নকে আংশিক সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করেছেন, যা কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক। কুতুবপুরে প্রায় পাঁচ লক্ষের অধিক জনসংখ্যা ও ২ লক্ষের মত ভোটার রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শেষ প্রান্ত এবং নারায়ণগঞ্জ জেলার শেষ প্রান্ত এই কুতুপুর ইউনিয়ন। এই যেন আলোর নিচে অন্ধকারে কুতুবপুরবাসী। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে হলে যেসব ক্যাটাগরি দরকার কুতুবপুর ইউনিয়ন বহু আগে সেগুলো পূরণ করেছে অথচ আমাদের নারায়ণগঞ্জ জেলায় জনসংখ্যা দিক থেকে এবং ভোটার সংখ্যা অনেক কম এলাকায়ও আলাদা পৌরসভা বা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের এই কুতুবপুরে ১শতাংশ চাষাবাদের কোন আবাদি জমি নেই, এখানে ১০ তলা ১৫ তালা বহু অট্টালিকা রয়েছে, রেলপথ, সড়ক পথ, নৌ পথ, আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অবকাঠামগত স্থাপনা। তারপরেও কেন জেলা প্রশাসক মহোদয় কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না, আমাদের বোধগম্য নয়। নেতৃবৃন্দ আরও বলেন, এই এলাকার বাসিন্দা ও জনগনের দীর্ঘদিনের দাবি কুতুবপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে, কোন আংশিক নয়। কুতুবপুরবাসীর এই ন্যায়সংগত দাবির প্রতি বাসদ ফতুল্লা থানা শাখা পূর্ণ সমর্থন প্রদান করছে এবং অবিলম্বে এই দাবি মেনে নেওয়ার আহবান জানান।

Islam's Group