News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বক্তব্য শেষে লুটিয়ে পড়লেন বিএনপি নেতা দিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:৪৬ পিএম বক্তব্য শেষে লুটিয়ে পড়লেন বিএনপি নেতা দিপু

বন্দরে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যোগে মিছিল, গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য শেষে মাটিতে লুটিয়ে পড়লেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু।

মঙ্গলবার ১৪ অক্টোবর বিকাল ৩টায় বন্দর খেয়াঘাট এলাকা থেকে মিছিল বের করে রূপালী আবাসিক এলাকা হয়ে শাহ মসজিদ এলাকা ঘুরে আবারো বন্দর খেয়াঘাটে এসে মিছিল ও গণসংযোগ সমাপ্ত ঘোষণা করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক চৌধুরী দিপু নিজের বক্তব্য শেষ করে মাইক ছাড়ার পর পরই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় খোরশেদ সহ উপস্থিত নেতাকর্মীরা তার মাথায় ঠান্ডা পানি ঠেলে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।

নুরুল হক চৌধুরী দিপুর বর্তমান অবস্থা সম্পর্কে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন। সকালে তিনি নিজের ব্যবসায়ী কাজে নারায়ণগঞ্জের বাইরে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে সরাসরি এসে মিছিলে যোগদান করেছেন। দুপুরে খাওয়া দাওয়াও হয়নি। সেই সাথে দীর্ঘ সময় মিছিল ও গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন।

Islam's Group