নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এর নির্দেশে ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের উদ্যোগে শিবুমার্কেট হইতে, কাঠের পুল, রেললাইন বটতলা পোস্ট অফিস পর্যন্ত রাস্তা মেরামত কাজ অব্যাহত রয়েছে।
গত কয়েকদিনের টানা বর্ষনে সড়কটি বড় বড় গর্তের সৃষ্টি হয়। এর ফলে প্রায় সময়ই ব্যাটারি চালিত অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এসব দূর্ঘটনারোধে সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে।
সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধানের উদ্যোগে পোস্ট অফিস -শিবু মার্কেট সড়কটি সংস্কার কাজ শুরু করে।
শিবুমার্কেট হকাঠের পুল, ফতুল্লা পোস্ট অফিস রোড বটতলা রেললাইন পর্যন্ত রাস্তা মেরামত কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা খানাখন্দে ভরে থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসীর। সরকারি উদ্যোগ না আসায় এলাকাবাসী নিজ খরচে ইট, বালু ও খোয়া এনে মেরামতের কাজ হাতে নেয়। তাদের এই উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :