News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বিএনপিতে যোগ দিয়েই হুংকার হুঁশিয়ারী পোড় খাওয়া নেতাদের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১০:২৩ পিএম বিএনপিতে যোগ দিয়েই হুংকার হুঁশিয়ারী পোড় খাওয়া নেতাদের

সবেমাত্র বিএনপিতে সদস্য সংগ্রহ করে এর যাত্রী হলেন মাসুদুজ্জামান। এক মাস না যেতেই তিনি হুংকার ছুড়ছেন বিএনপির নেতাদের প্রতি। ‘সংসদ নির্বাচন’ কি সেটার গরম দেখাচ্ছেন তিনি। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যেসব বিএনপি নেতারা হামলা মামলার শিকার হয়ে তপ্ত রোদে দাবিয়ে বেড়িয়েছেন তাদের হুংকার শাসাচ্ছেন এসি রুমে বসে ব্যবসা বাণিজ্য করা মাসুদ যিনি বিগত সময়ে সেলিম ওসমানের নির্বাচনে ভোট চেয়ে প্রচারণা নামেন। তাঁর এ কর্মকান্ডে এখন দেখা দিয়েছে বিতর্ক।

সোমবার ১৩ অক্টোবর দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাসুদ বলেন, অনেকে প্রশ্ন করেন আমি বিএনপি করি কিনা। চেয়ারে বসতে হলে চেহারা লাগে, যোগ্যতা লাগে। আন্দাজে বললেই হবে না। যারা এইসব কথা বলেন, তারা ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে দেখেন, পাস করতে পারেন কিনা। মেম্বার অব পার্লামেন্ট ভিন্ন জিনিস। এইটার মানে আপনি যদি আমাকে বোঝাতে পারেন, তাহলে আসেন, আমি পেছনে চলে যাবো। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার। আমাকে চাইলেই আপনারা মিশায়া দিতে পারবেন না।’

মাসুদুজ্জামানকে কড়া ভাষায় জবাব দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, উনি তো রাজনৈতিকভাবে শিশু বাচ্চা। শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত। রাজনীতি কাকে বলে, কি বলতে হয়, যে নিজের শরীর বাচাইয়া, সম্পদ বাচাইয়া রাজনীতি করতে চায়, ১৬ বছর সে কি করছিলো, কোথায় ছিলো? উনার জীবনে উনি কাউকে এমপি, কমিশনার মেম্বার বানাইছে? আমরা বানাইছি। উনি মিথ্যার আশ্রয় নিয়েছে। যোগদানের উনি আমাদের বলেছেন উনাকে জনগণের সাথে পরিচয় করিয়ে দিতে, আমরা বলেছি আমাদের নেতা তারেক রহমানকে দিয়ে ফোন করান, যদি উনি বলে তাহলে উনার নির্দেশনা মানবো।

টিপু বলেন, দল করলাম আমরা, আন্দোলন সংগ্রাম করলাম আমরা, সে এখন অভিনয় করতেছে। কেউ কেউ এমপি হওয়ার পর গডফাদার হয়েছে আর সেতো এমপি হওয়ার আগে নমিনেশন পাওয়ার আগেই গডফাদারের ভাষায় কথা বলতেছে। সে যে দলের থেকে মনোনয়ন আশা করে, সেই দলের অভিভাবকই আমাদের আহবায়ক ও সদস্য সচিব বানিয়েছে। অতএব এখন এই কমিটির বিরুদ্ধে কথা বলা মানে সেন্ট্রালের হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলা। সে আমাদের ছাড়া পারলে যোগদান করতো। আমাদের রেখে যোগদান করতে হলো কেন? দলের হাইকমান্ড জানে আমাদের ত্যাগ কতটুকু। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আমরা বহু এমপি, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কমিশনার মেম্বার বানাইছি। যে জীবনে কাউকে বানাইতে পারছে? না কোন রাজনীতি করছে কোন মিছিল মিটিং করছে। এখন তো এমপি হওয়ার জন্য উম্মাদ পাগল হয়ে আবলতাবল বকাবকি করতেছে। যে যদি যোগদানের আগে আমাদের নিয়ে নামতে বলে থাকে তাহলে আবার যোগদান দিলো কেন?

টিপু আরো বলেন, উনি টাকার দাম্ভিকতায়, ক্ষমতার দাম্ভিকতায় অনেক বড় বড় কথা বলতেছে। টাকা না থাকলে উনার মত মাসুদুজ্জামান মাসুদের রাজনীতিতে কোন অস্তিত্বই থাকবে না। আমি আশা করবো উনি যে দলে যোগদান করেছেন, সেই দলে তারেক রহমান যে কমিটি দিয়েছেন সেই কমিটি নিয়ে কথা বলা মানে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে কথা বলা। কমিটির উপর যদি তার আস্থাই না থাকে যোগদানের দিন সে বলছে চেইন অব কমান্ড মানবে এখন তিনি দলে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে যেখানে গিয়ে যার সাথে বসে মতবিনিময় করেছে সে আওয়ামী লীগ, গডফাদার ওসমান পরিবারের দালাল। সেই দালালকে প্রতিষ্ঠিত করার জন্য এই মতবিনিময় করেছেন। সে কি বিএনপির হাই অথরটি? সে এখন দালালদের পৃষ্ঠপোষকতা করতে চাইছে। অথচ যখন সে নারায়ণগঞ্জ চেম্বারের দায়িত্ব নিলো, নির্বাচনের আগে আমাকে ফোন করে বলছিলো ভাই মোহাম্মদ আলী যেন চেম্বারে না ঢুকতে পারে। আজকে সেই মোহাম্মদ আলীকে খুশি করার জন্য আমাদের আক্রমন করে কথা বলে, দলের বিরুদ্ধে কথা বলে। সে বলে তার অবদান নাকি অনেক। তার অবদান তার নিজের কাছেই, জনগণের কাছে, দলের কাছে বা দলের নেতাকর্মীদের জন্য তার কোন অবদান নাই। উনি এমপি হওয়ার স্বপ্নে বেসামাল হয়ে আওয়ামী লীগের দালাল, ওসমানদের দালালদের পৃষ্ঠপোষকতা করতে চায়। আমি দলে ভাইসা আসি নাই। আমার যোগ্যতা আছে না আসে সেটা মানুষ জানে। কারো পায়ে ভর দিয়ে চলিনা। কেউ আমারে সদস্য সচিব বানায় নাই। উনি মাত্র যোগ দিয়েই এতো বড় বড় কথা বলে, পারলে আহŸায়ক সদস্য সচিব হয়ে দেখায় দেক যোগ্যতা থাকলে। তার একটা যোগ্যতা আছে কিছু অর্থ দিয়ে দুর্নীতিবাজ লোকের সাথে সম্পর্ক কইরা বড় বড় কথাবার্তা বলতে। উনি দলের নির্যাতিত নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন আমি আশা করি দলের হাইকমান্ড এই বিষয় গুলো দেখবেন এবং কেন্দ্র থেকে যদি উনার এসব কথার ব্যবস্থার না নেওয়া হয় তাহলে ত্যাগী নেতাকর্মীরা তাকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। নমিনেশন ঘরের মোয়া না, যে চাইলেই পাওয়া যায়। উনি রাজনৈতিক ভাবে একজন অদূরদর্শী এবং রাজনৈতিক জ্ঞান নাই, টাকা গরমের উল্টাপাল্ট বক্তব্য দিচ্ছে, নারায়ণগঞ্জ-৪ আসনের লোক এনে নারায়ণগঞ্জ-৫ আসনে মিটিং করে দেখায় তার সাথে জনগণ আছে। আমি উনাকে অনুরোধ করবো উনার মুখের ভাষা সুন্দর করুক। বিএনপির মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ এবং দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুক। উনার কাছ থেকে কেউ রাজনীতি শিখতে চাইবো না। উনার টাকা হইতে পারে। উনি নির্যাতিত না। আওয়ামী লীগের আমলে উনি নির্যাতিত না সুবিধাভোগী ছিলেন। উনি আমাদের হুমকি ধমকি দিতে চায়। যদি সেটাই দিতে চায় তাহলে গডফাদার হোক, নমিনেশন চাইতে হবেনা। উনার ইতিহাস আমরা সবই জানি।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ ধরনের বক্তব্য হলো দাম্ভিকতাপূর্ণ। কোনো রাজনৈতিক নেতা অন্য কোন রাজনৈতিক নেতা সম্পর্কে এই ধরনের বক্তব্য দিতে পারেনা। উনি যে বক্তব্য দিছে অশিক্ষিত মানুষেরা সাধারণত এ ধরনের বক্তব্য দেয়। উনার শিক্ষাগত যোগ্যতা কি এটা আমার জানা নাই। তার বক্তব্যের মাধ্যমে তাঁর শিক্ষাগত যোগ্যতা কম এটাই প্রমাণিত হয়। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক। এই আহবায়ক এমনেই হইয়া যাই নাই। অনেক চড়াই উৎড়াই পাড় হয়ে জেলা মর্যাদার মহানগরের আহবায়ক। এর আগে আমি সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করছি ফ্যাসিস্ট সরকারের আমলে। উনার কি অর্জন? কোথায় কোন জায়গায় কি স্কুল করছে মাদ্রাসা করছে, মসজিদ করেছে, কি করে ফেলেছে? আমি সেভেন মার্ডারের সময় যে ভূমিকা পালন করছি সেটার যে অর্জন সেটা করতেই উনার কয়েকবার জন্ম নিয়া আসতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা তার কি এটা সে বলতে পারবে। সে যা বলতেছে মনে হচ্ছে সে বিএনপি মা বাপ, এই ধরনের বক্তব্য দিচ্ছে। সে যদি আগে থেকেই বিএনপি করে তাহলে সে ২২ তারিখে কেন বিএনপিতে যোগ দিলো? যে যোগ দেওয়া বা কাজ করার জন্য আমাদের সাথে কখনোই যোগাযোগ করে নাই। এগুলোর তার অর্থের দাম্ভিকতা। অর্থ ছাড়া তার আর কিছু নাই। আর যে অর্থ আছে সেগুলো হলো ব্যাংকের টাকা, সরকারের টাকা, সেই টাকা দিয়ে সে দাম্ভিকতা দেখাচ্ছে।

১৩ অক্টোবর রাতে মুঠোফোনে সাখাওয়াত এসব কথা বলেন। এদিন দুপুরে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মাসুদ বলেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদাররা এমপি হতে চান। তাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই।

Islam's Group