News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক ভাষায় না দাম্ভিকতা দেখাচ্ছেন মাসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১১:৩৫ পিএম রাজনৈতিক ভাষায় না দাম্ভিকতা দেখাচ্ছেন মাসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামানকে কড়া ভাষায় জবাব দিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, এ ধরনের বক্তব্য হলো দাম্ভিকতাপূর্ণ। কোনো রাজনৈতিক নেতা অন্য কোন রাজনৈতিক নেতা সম্পর্কে এই ধরনের বক্তব্য দিতে পারেনা। উনি যে বক্তব্য দিছে অশিক্ষিত মানুষেরা সাধারণত এ ধরনের বক্তব্য দেয়। উনার শিক্ষাগত যোগ্যতা কি এটা আমার জানা নাই। তার বক্তব্যের মাধ্যমে তাঁর শিক্ষাগত যোগ্যতা কম এটাই প্রমাণিত হয়। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক। এই আহবায়ক এমনেই হইয়া যাই নাই। অনেক চড়াই উৎড়াই পাড় হয়ে জেলা মর্যাদার মহানগরের আহবায়ক। এর আগে আমি সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করছি ফ্যাসিস্ট সরকারের আমলে। উনার কি অর্জন? কোথায় কোন জায়গায় কি স্কুল করছে মাদ্রাসা করছে, মসজিদ করেছে, কি করে ফেলেছে? আমি সেভেন মার্ডারের সময় যে ভূমিকা পালন করছি সেটার যে অর্জন সেটা করতেই উনার কয়েকবার জন্ম নিয়া আসতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা তার কি এটা সে বলতে পারবে। সে যা বলতেছে মনে হচ্ছে সে বিএনপি মা বাপ, এই ধরনের বক্তব্য দিচ্ছে। সে যদি আগে থেকেই বিএনপি করে তাহলে সে ২২ তারিখে কেন বিএনপিতে যোগ দিলো? যে যোগ দেওয়া বা কাজ করার জন্য আমাদের সাথে কখনোই যোগাযোগ করে নাই। এগুলোর তার অর্থের দাম্ভিকতা। অর্থ ছাড়া তার আর কিছু নাই। আর যে অর্থ আছে সেগুলো হলো ব্যাংকের টাকা, সরকারের টাকা, সেই টাকা দিয়ে সে দাম্ভিকতা দেখাচ্ছে।

১৩ অক্টোবর রাতে মুঠোফোনে সাখাওয়াত এসব কথা বলেন। এদিন দুপুরে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মাসুদ বলেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদাররা এমপি হতে চান। তাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই।

Islam's Group