নারায়ণগঞ্জে পৈতৃক বাড়িতে প্রবেশ করতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আয়শা আক্তার খুশবু (২০) নামের এক তরুণী। তিনি নারায়ণগঞ্জের দেওভোগ ডিপি রোডের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিন সেন্টুর কন্যা।
খুশবুর লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১০ই অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তিনি তার পৈতৃক বাড়ি ৩০৭/১, দেওভোগ ডিপি রোড, সরদার বাড়ি-তে প্রবেশ করতে গেলে তার দুই চাচা আবুল হোসেন, সালাউদ্দিন সালু, চাচী শাহানা পারভীন ও চাচাতো ভাই মো. আতিক তাকে প্রবেশে বাধা দেন এবং মামলা তুলে না নিলে হাত-পা ভেঙে হত্যার হুমকি দেন।
অভিযোগে খুশবু উল্লেখ করেন, তার প্রয়াত পিতা গিয়াস উদ্দিন সেন্টু এবং দুই চাচা মিলে ৫ তলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মাণে অর্থ ব্যয় করেন। পারিবারিকভাবে চুক্তি হয় নিচতলায় আবুল হোসেন, দ্বিতীয় তলায় সালাউদ্দিন সালু এবং তৃতীয় তলায় গিয়াস উদ্দিন বসবাস করবেন। কিন্তু তৃতীয় তলার ছাদ নির্মাণের সময় চাচারা বাধা দেন এবং পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
খুশবু জানান, তার পিতা জীবিত অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বিচার করলেও কোনো সুরাহা হয়নি। পিতার মৃত্যুর পর তিনি ভ‚মি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে নারায়ণগঞ্জ সদর আমলী আদালতে পিটিশন মামলা নং ২৩৩/২০২৫ দায়ের করেন। মামলার পরই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে খুশবু নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং আইনগত সুরক্ষার আবেদন জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, অভিযোগটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :