নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন পত্রে তথ্যে গরমিল থাকায় স্থগিত তিনজনের মনোনয়নপত্র বৈঠ ঘোষণা করা হয়েছে। ৩ জানুয়ারী বিকেলে জেলা রিটার্নিং অফিসারের উপস্থিতিতে ওই তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) হাফিজুল ইসলাম।
সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়করের প্রত্যয়ন পত্রে তথ্যে গরমিল থাকায় তিনজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল। বিকেলে তাদেরগুলো ফের বাছাই করা হয়।
নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০ প্রার্থী। চারজনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন আবু হানিফ হৃদয় (বাংলাদেশ রিপাবলিকান পার্টি); তিনি ঋণখেলাপী, মিনহাজুর রহমান (স্বতন্ত্র) এবং আব্দুল আউয়াল (স্বতন্ত্র) তাদের ১ পার্সেন্ট ভোটারের স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি ও মাওলানা মো. হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন); তার হলফনামা সঠিক নয়।


































আপনার মতামত লিখুন :