News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত মূল্য রাখায় জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৩০ পিএম গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত মূল্য রাখায় জরিমানা

নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রয়ে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে রহমান ট্রেডার্স নামে ফ্রেস এলপিজি ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

এ বিষয়ে হৃদয় রঞ্জন বনিক বলেন, আলীগঞ্জ কোয়ার্টার সংলগ্ন এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। এসময়ে একজন এলপিজি ডিলারকে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্য রাখার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group