বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হবেন এমন গুঞ্জন চললেও মনোনয়ন দাখিল করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে। সোমবার রাতে নির্বাচন অফিসের কাছ থেকে প্রাপ্ত তালিকায় তার নামের পাশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ রিপাবলিকান পার্টির নাম উল্লেখ করতে দেখা যায়।
বিষয়টি জানতে মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ অনুসারী জানান, তিনি রিপাবলিকান পার্টির হয়েই মনোনয়ন দাখিল করেছেন। দলটি চেষ্টা করছে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার।
বাংলাদেশ রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। তিনি নারায়ণগঞ্জ ২ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছেন। দলটির প্রতীক হাতি। ফলে এই দল থেকে নির্বাচন করলে হাতি মার্কা নিয়ে নির্বাচন করতে হবে মোহাম্মদ আলীকে।
নারায়ণগঞ্জে বিগত দিনে অনেক রাজনীতিকের উত্থান এ মোহাম্মদ আলীর হাত ধরে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনেও কুশীলব হিসেবে কাজ করেন তিনি। ১৯৯৬ সালের ফেব্রুয়ারীর বিতর্কিত নির্বাচনেও তিনি ছিলেন এমপি। ২০০১ সালের সংসদ নির্বাচনে ভোটের মাত্র ১৭ দিনে আগে গিয়াসউদ্দিনকে বিএনপিতে জয়েন করিয়ে মনোনয়ন নিশ্চিত করে আলোচনার চূড়ায় উঠেন মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দলীয় লোকজন ও নেতাকর্মীদের রয়েছে সু সম্পর্ক।


































আপনার মতামত লিখুন :