নারায়ণগঞ্জ-৪ আসনের নিজের প্রার্থীতা প্রত্যাহার করে দেওয়া পোস্টে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি নেতা অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের নাম ঘোষণা করায় আবদুল জব্বারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।
সোমবার বিকেলে আবদুল জব্বার তার পোস্টে লিখেন, ১০ দলীয় জোট প্রার্থী ছোট ভাই অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের জন্য শুভ কামনা রইল।
ওই পোস্টে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করা বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি খন্দকার আনোয়ার হোসেন লিখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের বিষয়ে ১০ দলীয় জোটে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারো ব্যক্তিগত মতামতকে জোটের সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়া ঠিক হয়নি। এই আসনের সিদ্ধান্ত নিতে আরো কয়েক দিন সময় লাগবে, তাই এখনই ভোটারদের বিভ্রান্ত না করার অনুরোধ করছি।


































আপনার মতামত লিখুন :