News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

ইট বালু না কিনলে ‘কাজ বন্ধ’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৩ পিএম ইট বালু না কিনলে ‘কাজ বন্ধ’

ব্যবসায়ী শফিকুল ইসলাম (ছদ্মনাম) ফতুল্লার বাংলা বাজার এলাকায় জমি কিনেছে বহু বছর আগে। সেই জমিতে সম্প্রতি তিনি বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছেন। তবে এই কাজ করতে গিয়ে পড়েছেন মহাবিপদে। শফিকুলের অভিযোগ, এলাকার একটি অপরাধী সিন্ডিকেট তাকে উচ্চমূল্যে নির্মাণ সামগ্রী কিনতে চাপ দিচ্ছে। তাদের নির্মাণ সামগ্রী না কিনলে পুরো বাড়ির কাজ বন্ধ করার হুমকিও দিয়ে গেছেন সিন্ডিকেটের সদস্যরা।

শফিকুল ইসলাম বলেন, বাংলা বাজার এলাকায় যতগুলো বাড়ি কাজ চলছে সব বাড়ির মালিক বাধ্য হয়ে তাদের মাল কিনছে। এখানে নির্মাণ সামগ্রী মান নিয়েও আপনি প্রশ্ন তুললে সমস্যা হবে। এদের অনেক বড় বাহিনীর আছে। মাদক, ছিনতাই, দখল, ফিটিং বাণিজ্য, অপহনসহ সবকিছু করে বেড়ায় তারা। কয়েক দিন আগে এক বাড়ির মালিক তাদের মাল না নেওয়ার কথা বলসে। পরে তার বাসায় গিয়া লেবারদের মারধর করে আসছে। একজনের হাত ভেঙে দিসে।

বাংলাবাজার, আমবাগান, বাবুরাইল, কাশিপুর, হোসাইনি নগরসহ এর আশপাশের আরো ১০ টি এলাকায় একই সিন্ডিকেটের লোকজনের আধিপত্য রয়েছে বলে জানা গেছে। এই সিন্ডিকেটের মূলহোতা কথিত বিএনপি নেতা সাব্বির আহম্মেদ শহিদ ও তার সহযোগী তাতীপাড়া এলাকার সবুজ। শহিদ-সবুজ বাহীনির কাছে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ১০টির বেশি এলাকার মানুষ বর্তমানে জিম্মী হয়ে রয়েছে। এরা মাদক বিক্রি থেকে শুরু করে নির্মাণ সামগ্রী বিক্রি, জমি দখল, পরিবহন সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অপহরণ করে মুক্তিপণও আদায় করেন।

শহিদ সবুজ বাহিনী কাশিপুরের বিভিন্ন এলাকায় রীতিমতো জুলুম শুরু করেছে দাবি করে স্থানীয় এলাকাবাসী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেছেন। 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group